কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। বুধবার সকাল ১১টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া চৌরাস্তামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার মধুরহাইল্যা থেকে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া-রতনপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে দূভোর্গ নিয়ে দীর্ঘদিন থেকে চলাচল করছেন হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট দপ্তরসহ জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও সড়কটি পাকা না হওয়ায় বর্তমানে চলাচল অযোগ্য প্রায়। এ সড়কে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। উপজেলা ও জেলা শহরে যাওয়ার সড়কটির এমন বেহাল দশা। কৃষিপ্রধান এলাকায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহন, মূমুর্ষ ও প্রসূতি রোগীকে হাসপাতালে নেয়াসহ এলাকার শিক্ষার্থীরাও যাতায়াতে দূর্ঘটনার শিকার হচ্ছে।
এখানে বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবুল হোসেন, আবু সায়েম, ডা. শেখ মো. নুর ইসলাম, হাফিজুর রহমান হৃদয়, মিজানুর রহমান মিজান, এন্তাজুল হক, শামীম হোসেন প্রমূুখ। বর্তমান সরকারের গ্রামকে শহর করার ঘোষণায় অন্যান্য এলাকায় উন্নয়ন হলেও ওই এলাকাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।