কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তজাতিক সিমান্ত পিলারের মধ্যবর্তি এলাকায় বৃহস্পতিবার (২৬ জুলাই) বিজিবি ও চোরাকারবারির সংর্ঘষের ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় বিজিবি চোরাকাররিদের চত্রভঙ্গ করেতে ৭ রাউন্ড গুলি ছুরতে বাধ্য হয়। এঘটনায় দুই বিজিবি সদস্য আহত হন। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।
বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্তজাতিক সিমান্ত পিলারের পার্শে (বাশেঁর তৈরী) আরকির মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে গরু পার করছিল। এসময় গয়টাপাড়া বিওপির টহল দল তাদের বাঁধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর আক্রমন করে। বিজিরি সদস্যরা আত্মরক্ষা ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছুরলে চোরকারবারিরা পালিয়ে যায় । এঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়।
রৌমারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লাহ জানান, সীমান্তে বিজিবি এর সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে বিজিবি কোন লিখিত অভিযোগ করেনি।
এব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা শিকার করে বলেন, চোরাকাবারিরা বিজিবির টহল দলের উপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্ট করে এবং তাদের ইট পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।