কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম এর নামে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি শাখা-১-এর উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত ১লা সেপ্টেম্বরের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুর
মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এককভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের আওতাধীন ফেরিঘাটের ইজারার টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না করে আত্মসাতের অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে।এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা ভোটে বিপক্ষ সদস্যদের সংখ্যাগরিষ্টতার প্রমানের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রনালয়।
উল্লেখ্য যে,চেয়ারম্যান মোঃ শাহ আলম এর বিরুদ্ধে আনিত দুর্ণীতি ও অভিযোগের সত্যতা প্রমান করতে ২০২০ সালের জুলাই মাসে সদর উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে তদন্ত কমিটি করে উপজেলা প্রশাসন। তদন্ত কমিটি অভিযোগের তদন্ত ও বিশেষ সভার আহ্বান করে অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট গ্রহণ করে তার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনের মাধমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায়। এ নিয়ে ‘চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অনাস্থা, পরিষদে অচলাবস্থা’ শিরোনামে সিটি নিউজ ঢাকাসহ বিভিন্ন গণ মাধ্যমে তা প্রকাশ করে। এরপর সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে প্রায় ১০ মাস পর ওই ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলো।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) ইউ এন ও নূর এ তাসমিন বলেন, আমি ওয়েবসাইটে প্রজ্ঞাপনের বিষয়টি দেখেছি। তবে এখনও চিঠি হাতে পাইনি। এ বিষয়ে খুব শিগগির বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।