শরতের আকাশে সাদা মেঘের ছড়াছড়ি প্রকৃতি সাজিয়েছে নতুন রুপে।কাঁশ বনে মেঘের ভেলায় মন উড়িয়ে যেতে চায় নীল দিগন্তে। কোলাহল পূর্ণ শহর ছেড়ে মুক্ত বলাকার মত ছুটে চলা মনকে হঠাৎ থামিয়ে দেয় আগন্তুক বৃষ্টি।এ যেন শরতের বনে ভাদ্রের অশানি ডাক।গত দুই দিনে কুড়িগ্রামের মানুষজনের কর্ম জীবনের গতিকে থামিয়ে দিয়ে পুষে রাখা আনন্দ উচ্ছ্বাস মিশেছে বৃষ্টির জলে।বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষজন পড়েছে বিড়ম্বনায়। কাজের সন্ধানে ছুটে চলা মানুষজন পড়েছে চরম বিপাকে।
পৌরসভা এলাকায় টাপুর চড় গ্রামের আকমল হোসেন জানান,এই সময়ে বৃষ্টি হওয়া আমা করি নাই।কেননা হঠাৎ বৃষ্টি হওয়ায় অনেকটা সমস্যায় পড়েছি। এই বৃষ্টিতে আজ আর কাজে যাওয়া সম্ভব হলো না।
রিক্সা চালক মোন্তাজ মিয়া জানান,সকাল থেকে বৃষ্টি মানুষ বের হতে না পারলে আমাদের রিক্সা কেমনে চলবে।পেট তো আর ঝড় বৃষ্টি বোঝে না।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার (৪ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৯৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় কখনো ভারি আবার কখনো হালকা বৃষ্টিপাত চলমান রয়েছে। আরও দুদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এছাড়া গত ৪৮ ঘন্টায় জেলায় ২৫০ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।