কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বালু বহনকারী ট্রাক্টর থেকে ছিটকে পড়ে মতিয়ার রহমান (৪০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে রৌমারী-ঢাকা মহাসড়কের ঝগড়ারচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আছিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে নুরে জালালের ট্রাক্টর নিয়ে একই গ্রামের জব্বার আলীর ছেলে ড্রাইভার আব্দুর রহিম ও নিহত হেলপার মতিয়ার রহমান বালু আনার জন্য ইউনিয়নের আমবাড়ি এলাকার হলহলিয়া নদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঝগড়ারচর নামক স্থানে পৌঁছলে হেলপার মতিয়ার রহমান ওই ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুহা. আরিফ হোসেন জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। কিন্তু অন্যত্র নেওয়ার আগেই তিনি মারা যান।
রৌমারী থানার ওসি (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা আজিম উদ্দিন কোনো মামলা করবেন না বলে থানায় লিখিত দিয়েছেন।’