কুড়িগ্রাম সদর উপজেলা প্রতিবন্ধী ব্যক্তিদের মুল স্রোতে আনার লক্ষ্যে সিডিডি কর্তৃক আয়োজিত প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক দূর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কিত পুটিং পারসন্স উইথ ডিজ এ্যাবিলিটিস এট দ্যা সেন্টার অক হিউম্যানিটেরিয়ান প্রিপেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ অক্টোবর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অবহিতিকরন সভায় ভার্চুয়্যালি অংশ গ্রহন করেন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,যাত্রাপুর ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার, সিডিডির প্রজেক্ট ম্যানেজার আবু আল তারেক আহমেদ, ফিল্ড কো অর্ডিনেটর আব্দুল মান্নান ও জনপ্রতিনিধিসহ স্থানীয়রা।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার বলেন, আমার ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মুল স্রোতের নিয়ে আসতে সিডিডি প্রকল্প কাজ করবে এ প্রকল্পকে সাধুবাদ জানাই। এবং প্রকল্পের কাজে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে আমার।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রাম দূর্যোগপ্রবন এলাকা এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা সদরের যাত্রাপুর ইউনিয়ন। দূর্যোগকালীন সময়ে সাধারণ জনগনের চেয়ে প্রতিবন্ধিরা ব্যক্তিরা বেশি দূর্ভোগে পড়েন। তাদের পাশে সিডিডি কাজ করার ইচ্ছে পোষন করায় আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। সমাজসেবা অফিস থেকে সিডিডির কাজে সার্বিক সহযোগিতা অব্যহত থাকবে।