November 23, 2024, 4:43 am
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলাসহ ২১টি ইউপিতে ভোট গ্রহণ চলছে।

Reporter Name
  • আপডেটের সময় : রবিবার, নভেম্বর ২৮, ২০২১
  • 236 দেখুন

কঠোর নিরাপত্তায় হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। গতকাল রাতেই কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তারা। পাশাপাশি পৌছানো হয়েছে ভোটের ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। মোতায়েন করা হয়েছে ৯ প্লাটুন বিজিবি (২ শত ৯৭ জন সদস্য), ১১টি র‌্যাব টিম (৮৮ জন সদস্য), ১৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ৪টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টিম, প্রতি ইউনিয়নে পুলিশের মোবাইল টিম, প্রতি ৩ ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স এবং ২১৩টি কেন্দ্রে ১১শত ৪৬ জন পুলিশ ও ৩ হাজার ৬শত ২১ জন আনসার (মহিলা ও পুরুষ) সদস্য।

এছাড়াও ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সদর উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩, ২৩টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১০১ ও ৭২টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩১২ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এর মধ্যে লোকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, রিচি ইউনিয়নে ৩ জন, তেঘরিয়া ইউনিয়নে ৫ জন, পইল ইউনিয়নে ২ জন, গোপায়া ইউনিয়নে ৫ জন, রাজিউড়া ইউনিয়নে ৪ জন, নিজামপুর ইউনিয়নে ২ জন এবং লস্করপুর ইউনিয়নে ৪ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। রাজিউড়া ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছেনা। এখানে বর্তমান সংরক্ষিত সদস্য শামছুন্নাহার বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৮শত ৬৪। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৯শত ৫৭ ও মহিলা ভোটার ৬৮ হাজার ৯শত ৭। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ৩ প্লাটুন বিজিবি, ৫ টিম র‌্যাবসহ ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও টহল টিম- স্ট্রাইকিং ফোর্সসহ কেন্দ্র কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য।

নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি জানান, উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০, ১১৭টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৭ শত ৭ জন ও ৩৯টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এরমধ্যে পশ্চিম বড়ভাকৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে ৪ জন, ইনাতগঞ্জ ইউনিয়নে ৫ জন, দীঘলবাক ইউনিয়নে ৬ জন, আউশকান্দি ইউনিয়নে ৫ জন, কুর্শী ইউনিয়নে ৬ জন, করগাঁও ইউনিয়নে ৫ জন, নবীগঞ্জ সদর ইউনিয়নে ৭ জন, বাউসা ইউনিয়নে ৩ জন, দেবপাড়া ইউনিয়নে ৪ জন, গজনাইপুর ইউনিয়নে ৫ জন, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ৫ জন ও পানিউমদা ইউনিয়নে ২ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ২শত ২৭।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন আহমেদ জানান, ১৩টি ইউনিয়নে ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। সার্বিক তত্বাবধানে থাকবেন ২ জন অতিরিক্ত জেলা প্রশাসক। পুরো উপজেলায় ৬ প্লাটুন বিজিবি ও ৬ টিম র‌্যাবসহ প্রতি কেন্দ্রে ১৭ জন আনসার ও ৪/৫ জন পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও প্রতি ইউনিয়নে ১টি করে পুলিশের মোবাইল টিম এবং প্রতি ৩ ইউনিয়নে ১টি করে স্ট্রাইকিং ফোর্সসহ ৪টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টিমের নেতৃত্বে পরিচালিত হবে ভ্রাম্যমাণ আদালত।

জেলা আনসার কমান্ড্যান্ট অরুপ রতন পাল জানান, হবিগঞ্জ সদর উপজেলার ৮০ ও নবীগঞ্জ উপজেলার ১৩৩টি কেন্দ্রে ৩ হাজার ৬শত ২১ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। প্রতি কেন্দ্রে থাকবে ১৭ জন আনসার ভিডিপি সদস্য। এরমধ্যে ১০ জন পুুরুষ ও ৭ জন মহিলা। র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি এর লে. কমান্ডার মোঃ নাহিদ হাসান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৫টি ও নবীগঞ্জ উপজেলায় ৬টি টিমসহ মোট ১১টি টিমে ৮৮ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102