কুড়িগ্রামে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দুপুরে র্যালি শেষে জেলা প্রশাসন হলরুমে আলোচনাসভা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়।
এসময় বক্তারা বলেন প্রতিবন্ধিরাও মানুষ, এরা সমাজের বোঝা নয়। সঠিক ও নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রতিবন্ধিদের সমাজের সকল কাজে নেতৃত্বে আনা সম্ভব। শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক সহায়তা দিয়ে মেধা বিকাশে সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এছাড়াও সারাদেশে প্রতিষ্ঠিত হওয়া প্রতিবন্ধি বিদ্যালয়গুলোর করা অনলাইনে আবেদনকৃত সকল প্রতিবন্ধি বিদ্যালয়গুলোর স্বীকৃতির দাবীও তোলেন বক্তারা।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। অনুষ্ঠানে ৭জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সাদাছড়ি ও টয়লেট চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।