কুড়িগ্রামে নিখোঁজ হওয়ার ৪ দিন পর নূরনবী ইসলামকে ফিরে পেল তার পরিবার।নূরুনবী ইসলাম গত ১২ ডিসেম্বর নিজ কর্মস্থল খলিলগঞ্জ যাওয়ার পথে নিখোঁজ হন।তিনি কুড়িগ্রামে প্রাইম মটরস,খলিলগঞ্জ শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নূরুনবী ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে বকসী পাড়া গ্রামের মোঃ শাহা আলম মাস্টারের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, নূরুনবী ইসলাম নিখোঁজ হলে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন দপ্তরে খুঁজে পেতে চেষ্টা করেন।অবশেষে ডিএমপির ক্রাইম বিভাগের সহকারী পুলিশ কমিশনার লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন রায় নিয়তি (লালবাগ জোন) এর চেষ্টায় মোঃ নূরুনবী ইসলাম কে তার পরিবারের কাছে ফিরে দিতে সক্ষম হন।
নূরুনবী ইসলামের ছোট ভাই আশিক ইসলাম বলেন,উনি মানষিকভাবে অসুস্থ্য হয়ে পড়েছিলেন। আমরা কুড়িগ্রাম সদর থানায় জিডি করি।পরবর্তীতে জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের আন্তরিক সহযোগিতায় লালবাগ সহকারী পুলিশ কমিশনার এন রায় নিয়তি এর প্রচেষ্টায় ট্রাকিং এর মাধ্যমে মিরপুর বন্ধুর বাসা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি।এখনো অসুস্থ থাকায় নিখোঁজ হওয়ার বিস্তারিত ঘটনা জানা সম্ভব হয় নি।চিকিৎসা চলছে সুস্থ হলে আসল ঘটনা জানা যাবে।