কুড়িগ্রামে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সদরের আওতাধীন যাত্রাপুর ব্র্যাক অফিসের ব্র্যাক আলট্রা -পুওর গ্র্যাজুয়েন কর্মসূচির সার্বিক সহযোগিতায় পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্দোগে সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের যাত্রাপুরে দেয়া হয় এসব শীতবস্ত্র।
এছাড়াও, ১২০ জনকে কম্বল,বনজ-ফলজ গাছ,কৃমিনাশক ট্যাবলেট ও রুচিবর্ধক ট্যাবলেট বিতরন করা হয়। পরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক শক্তি কমিটির সভাপতি মোঃ আঃ জলিল,সহ-সভানেত্রী মোছাঃ আদুরি খাতুন, সাধারন সম্পাদক মোঃ কায়েছ মিয়া,অর্থ সম্পাদক মোঃ ছকিবর মিয়া, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ সাদকুর রহমান বাধন, সিনিয়র টেকনিক্যাল অফিসার মোঃ ছামছুল ওলামা ও কুড়িগ্রাম আঞ্চলিক অফিস কুড়িগ্রাম,শাখা ব্যবস্থাপক মোঃ আঃ কাদের প্রমুখ।
উক্ত শাখার সার্বিক সহযোগিতায় বিভিন্ন সময় সেমাই চিনি,বনজ ও ফলজ গাছসহ বিভিন্ন সেবা প্রদান করে আসছে। যাত্রাপুর শাখায় রেগুলার ইউপিজি সদস্য ২৫৬ জন,ডিজএ্যাবিলিটি সদস্য ৪৭ জনসহ সর্বমোট ৩০৩ জন উপকারভোগি নিয়ে গ্র্যাজুয়েশনের লক্ষে কাজ করে আসছে।