হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, একটা নীতি ও আদর্শ নিয়ে ছাত্রলীগকে পরিচালিত হতে হবে। এর মাধ্যমেই আগামীতে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে। আগামী দিনের নেতৃত্ব যেন প্রজন্মের পর প্রজন্মের একটি ধারাবাহিকতায় আসে। আর এ নেতৃত্ব যেন ছাত্রলীগের মধ্য দিয়ে তৈরি হয়, সে লক্ষ্যে প্রস্তুতি নিতে হবে।
শনিবার (৮জানুয়ারি) সকালে বানিয়াচং বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। জাতিকে কিছু দিতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন।
বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইম হাসান পুলক এর সঞ্চালণায় বক্তব্য রাখেন ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খানসহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল ও সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী প্রমুখ।