কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রেইনট্রি গাছ কাটার সময় চাপা পড়ে ফুলচান মিয়া (৩১) নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া সরকারী রাস্তার রেইনট্রি গাছ কাটার সময় গাছের চাপা পড়ে ফুলচান মিয়া (৩১) মৃত্যু হয়। নিহত ফুলচান মিয়া বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের মো. আবু সাইদ এর ছেলে।
স্থানীয় পূর্ব পাখিউড়া গ্রামের মো. আক্তার হোসেন বলেন, পূর্ব পাখিউড়া মোড়ে উত্তর পাশে রাস্তার রেইনট্রি গাছের মাথায় রশি বেঁধে নিচে কাঁঠাল গাছের সাথে রশি পেঁচিয়ে ফুলচান নিচ থেকে রশি টেনে ধরেছিল গাছের মাথা কাটার সময় ছিটকে পড়ে ফুলচান গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সুরুত আলী (৪০) ও মোকবুল হোসেন(৩৭) নামের আরও দুইজন আহত হয়।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো. আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তার রেইনট্রি গাছ কাটার সময় উপরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে, সন্ধায় তার জানাজার নামাজ হবে।