হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন প্রথম দিনের কর্মসূচি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বৃহস্পতিবার (১৭-মার্চ) সকাল ৯টায় মাধবপুর উপজেলা কম্পাউন্ডে উপজেলা প্রষাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় সুবর্ণজয়ন্তী র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে সুবর্ণজয়ন্তী র্যালিতে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক উপজেলা ভাইস চেয়ারম্যান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর।উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ,আওয়ামী লীগ ও এর অংগসংগঠন সমুহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
পরে সকাল সাড়ে ৯ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিন ব্যাপী (১৭-২৩ মার্চ) মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলার উদ্বোধন করেন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন। উদ্বোধন শেষে অতিথিদের সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন সকাল পৌণে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কৃষি অফিসার মোঃ আল মামুন হাসান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ আব্দুস সাত্তার বেগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ সেলিম,বেনুমাধব রায়, বেনু রায়, যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান, আঃ কুদ্দুস চকদার মাখন, ছাত্র লীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন, সাংবাদিক মিজানুর রহমান, আইয়ুব খান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক লিটন পাঠান, যুব লীগ নেতা একরামুল আলম লেবু প্রমুখ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কাটেন ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন।