হবিগঞ্জের বানিয়াচংয়ে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কৃষি যন্ত্রপাতি বিতরণ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। উপসহকারি কৃষি কর্মকর্তা সনজয় দাশের সঞ্চালণায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুল হক চৌধুরী, চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন ও সাবেক সভাপতি এজেড এম উজ্জল।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, এ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষক যাতে করে খুব সহজে হাওরের ধান গোলায় তুলতে পারেন এ ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতিতে ৭০% ভর্তুকি দিচ্ছে সরকার। বিশেষ করে হাওরের বাঁধগুলোতে কঠোর নজরদারি রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন তিনি।
তিনি আরও বলেন, হাওরগুলোতে পুকুর দেয়া যাবে না। কারণ, হাওরে পুকুরে দেয়ার ফলে জমি কমে যাচ্ছে। কাজেই কৃষিক্ষেত্রে বৈপ্লবিক সূচনা অব্যাহত রাখতে হলে জমি রক্ষা করতেই হবে। এ ক্ষেত্রে কোন আপস নেই।
২০২১-২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকের মাঝে উপজেলায় ১৫টি কম্বাইন্ড হারভেস্টার, ৫টি রিপার, ২টি থ্রেষার,১টি পাওয়ার উইডার ও ৪টি ড্রায়ার বিতরণ করেন স্থানীয় এমপি আব্দুল মজিদ খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাসসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।