“শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে / সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের ১৪তম সম্মেলন৷
২১ মে (২০২২) সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন৷
উদ্বোধনী অধিবেশনে নেজামুল হক বিলুর সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মাহবুবার রহমান মোমিন ও উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য৷
উদ্বোধনী অধিবেশন শেষে গণসংগীত পরিবেশন করেন উদীচী কুড়িগ্রাম জেলা কমিটি ও উলিপুর উপজেলা শাখার শিল্পীবৃন্দ৷ এরপর শুরু হয় কাউন্সিল অধিবেশন৷
কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে নেজামুল হক বিলুকে সভাপতি ও তানভীর মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়৷ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন মোজাম্মেল হোসেন, প্রতিমা রায় চৌধুরী, আলেয়া বেগম, মিনহাজ আহমেদ মুকুল, প্রদীপ রায়, রাই বাবু, এসোয়ারা বেগম মিনা, মাহফুজার রহমান রাজু, সাইদুজ্জামান সাইদ, সাম্য রাইয়ান, মোকলেছুর রহমান, সাত কড়ি রায় নীলু, মঈনুল হক মুক্তা, নয়ন সরখেল, জুলিয়া ইয়াসমিন রত্না, জয়িতা রায় ও বাসুদেব কর্মকার৷ নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন৷