ক্রিস্টাল ওপেন স্কাউট মতিঝিল ঢাকা ও মোস্তাক রহমান নর্থ ক্যালোরিনা যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় জোবেদা বাতিঘর নারী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আজহায় পাঁচটি গরু কোরবানি করে ১ কেজি করে প্রায় ৭০০ বানভাসি ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার হিসেবে বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা এসব কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
এর আগে গত ১০ তারিখ ঈদের দিন সদরের ধরলা আশ্রয়ন প্রকল্প ও ভোগডাঙ্গা ইউনিয়নেও তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান, কুড়িগ্রাম জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি কৃষিবিদ ড.শাহানাজ বেগম নাজু ও স্থানীয় ব্যক্তিবর্গ।
জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি কৃষিবিদ ড.শাহানাজ বেগম নাজু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমি তারই ধারাবাহিকতায় ঈদুল আজহায় সদরের ধরলা আশ্রয়ন প্রকল্প, ভোগডাঙ্গা ইউনিয়নের সরক্র পাড়া ও যাত্রাপুরের চর খেওয়ার আলগা ও চর ঘনশ্যামপু গ্রামে প্রায় ৭শ মানুষের মাঝে ১ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।