কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জেলে সোবান মিয়ার জালে ধরা পড়েছে প্রায় বিলুপ্ত প্রজাতির প্রাণী ডলফিন।ডলফিনটিকে দেখতে নুন খাওয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভীড় করছে।
শুক্রবার ২৯ জুলাই দুপুরে ব্রহ্মপুত্র নদে জেলে জালে ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান,সোবান মিয়া মাছ ধরে জীবন যাপন করেন।প্রতিদিনের মত শুক্রবার সকালে সোবান মিয়া মাছ ধরতে ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন।হঠাৎ জালে টান পড়লে বড় মাছের আশায় সতর্কতার সাথে জাল উপরে তোলেন সোবান মিয়া।তবে মাছের পরিবর্তে একটি ডলফিন উঠে আসে।ডলফিনটি অল্প কিছুক্ষনের মধ্যে মারা যায়।মৃত ডলফিনটিকে নুন খাওয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে এলে ডলফিনটিকে দেখতে উৎসুক জনতা সেখানে ভীড় করে।
সোবান মিয়া জানান,আমি প্রথমে মাছ ভেবে ডলফিনটিকে ধরে ফেলি।জালে আটক হওয়ার ডলফিনটি ছুটাছুটির চেষ্টা করলে মুখের অংশ দিয়ে রক্ত বের হয়।অসুস্থ অবস্থায় জাল থেকে খুলতে গিয়ে ডলফিনটি মারা যায়। এর মধ্যে বন্যপ্রানী অপরাধ দমন ও হ্যান্ডেলিং কুড়িগ্রাম এর স্বেচ্ছাসেবক মোর্শদ আলম এলে মৃত ডলফিনটিকে পুতিয়ে রাখার পরামর্শ দেন তিনি।
কুড়িগ্রামের বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ডলফিনটি ধরা পড়ার খবর জানতে পেরেছি, সেখানে আমাদের বন বিভাগের টিম চলে গেছে।ডলফিনটি জীবিত উদ্ধার করতে না পারলে স্থানীয় প্রতিনিধির উপস্থিততে দাফন করা হবে।ইচ্ছে করে কেউ যদি ডলফিনটিকে ধরে তাহলে তার প্রতি আইনগত ব্যবস্থা নেয়া হবে।