কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার নাওডাঁঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের টি বাঁধ রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার নাঁওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসেন আলীসহ এলাকাবাসী
ইউপি চেয়ারম্যান মোঃ হাসেন আলী বলেন, আমার ইউনিয়নের গোরকমন্ডল গ্রামটি গত ২ মাস ধরে ধরলা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে।বিভিন্ন দপ্তরের যোগাযোগ করেও কোন সুরহা পাচ্ছি না।এত বড় গ্রামের জন্য মাত্র ২০০টি জিও ব্যাগ দিয়ে পানি উন্নয়ন বোর্ড নিরব ভূমিকা পালন করছে।গোরকমন্ডল গ্রামটি রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে কয়েকদিনের ভাঙনে এই গ্রামটি মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে আক্ষেপ করেন তিনি।
তিনি আরো বলেন, স্থানীয় প্রশাসনও বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেনা। তাই ফুলবাড়ী থেকে ৪০ কিলোমিটার দূরে এসে জেলা শহরের কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে হচ্ছে।
এলাকাবাসী মোঃ আরিফ হোসেন বলেন, ধরলার টানা ভাঙনে চরগোরক মন্ডপের প্রায় একহাজার একর ফসলি জমি, মাছের ঘের, ৬ শতাধিক ঘরবাড়িসহ কয়েকটি প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে বারবার জানিয়ে কোন উদ্যোগ নেয়নি।
ভিটেমাটি হারা আব্দুস সাত্তার বলেন,গত কয়েকদিনে আমার এক বিঘা জমি ধরলা নদীতে চলে গেছে। ঘর বাড়ি রক্ষা করতে পারি নাই।এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। আমার মত এরকম হাজারো পরিবার তাদের ফসলি জমি ও ঘর বাড়ি নিয়ে দুঃশ্চিন্তায় আছি।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,গোরকমন্ডল তো চর এলাকা ওখানে আমাদের কোন বাঁধ নেই।এখন পর্যন্ত আমরা কোন ব্যবস্থা নেই নাই।আমরা সরেজমিনে পরিদর্শন করেছি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে