বানিয়াচংয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর অবৈধ দখল,পানি ও পরিবেশ দূষণ, শিল্প কারখানা কর্তৃক সৃষ্ট নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানাবিধি অনিয়ম রোধ কল্পে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নৌ-পরিবহনযোগ্য হিসেবে গড়ে তোলাসহ আর্থ সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বহী অফিসার পদ্মাসন সিংহ।
রবিবার (২৫সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকোরানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, কাজল চ্যাটার্জী প্রমুখ।
এছাড়া সহকারি উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউএনও অফিসের উপ প্রশাসনিক অফিসার সুব্রত দেব, শিক্ষক মোঃ ছানাউল হক রুবেল,অপূর্ব চন্দ্র বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।