সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় র্যালিও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালণায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, সুফিয়া-মতিন মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ ভূঁইয়া, সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, প্রবীন শিক্ষক বিপুল ভূষণ রায়, জনাব আলী ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল শামসুজ্জামান, আইডিয়েল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও শিক্ষক আবু ইউসূফ মিয়া প্রমুখ।
সভা শেষে আইসিটি ফোর-ই অ্যাম্বাসেডরদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মোঃ নুরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।