কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই দুই উপজেলায় মোট ১১৪ টি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে চিলমারী উপজেলায় মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন মো. সোলায়মান আলী সরকার। অপর চার প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪৩। মোট ৪৫ টি কেন্দ্রে ২৯২ টি কক্ষে ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
অপর দিকে রৌমারী উপজেলায় মোট ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। অপর ৬ প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫০। মোট ৬৯ টি কেন্দ্রে ৪৭৮ টি কক্ষে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোট সুষ্ঠু করতে দুই উপজেলার প্রতিটিতে ৬ জন করে ম্যাজিস্ট্রেট, র্যাবের ৬টি টিম ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চিলমারী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন রহিম মিয়া নামের এক বৃদ্ধা। তিনি বলেন, জীবনের প্রথম আজ আমি মেশিনের (ইভিএমের) মাধ্যমে ভোট দিলাম। কোন সমস্যা হয় নাই সুন্দর ভাবে ভোট দিয়ে আসলাম, পরিবেশও খুব ভালো।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, সকাল থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
উল্লেখ্য, চলতি বছরে ৪ জুলাই রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ ও ২২ আগষ্ট চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রমের মৃত্যুতে চেয়াম্যানের পদ দুটি শূণ্য হয়।