আসন্ন শীতে কুড়িগ্রাম জেলার গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত এসব কম্বল ইতোমধ্যে জেলার ৯ উপজেলায় উপবরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থা শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
জেলা প্রশাসনের দুযোর্গ ব্যবস্থাপনা শাখা জানায়, জেলার ৯ উপজেলার তিনটি পৌরসভা ও ৭৩ ইউনিয়নের প্রতিটিতে ৫০০ করে কম্বল উপবরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় (পৌরসভাসহ) ৪৫০০, নাগেশ্বরী উপজেলায় (পৌরসভাসহ) ৭৫০০, ভূরুঙ্গামারীতে ৫০০০, ফুলবাড়ীতে ৩০০০, রাজারহাটে ৩৫০০, উলিপুরে (পৌরসভাসহ) ৭০০০, চিলমারীতে ৩০০০, রৌমারীতে ৩০০০ এবং রাজিবপুরে ১৫০০ কম্বল উপবরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়নের গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, এ বছরের শুরুতে ৩৮ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য এসব কম্বল উপজেলাগুলোতে দেওয়া হয়েছে।