বানিয়াচংয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার ১৫টি ইউনিয়নে অতিথি পাখি শিকার না করতে মাইকিং করা,
বেপরোয়া ট্রাক্টরের গতিরোধ এবং মেইন সড়কে যাতে করে না আসতে পারে সে ব্যাপারে নজরদারি রাখাসহ বিভিন্ন অপরাধ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন শৃঙ্খলার উন্নতি বজায় রাখা। আর তাছাড়া উপজেলায় আইন শৃঙ্খলা উন্নতিতে ব্যাপক অবদান রাখায় অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের ভূয়সী প্রশংসা করেছেন আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়,
কাজী মুফতি আতাউর রহমান, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, মঞ্জু কুমার দাশ, প্রকৌশলী জয় কুমার দাশ, মোঃ আরফান উদ্দিন, মোঃ এরশাদ আলী, হাফেজ শামরুল ইসলাম, মোঃ সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, শাহ মাসউদ কুরাইশী মক্কী, নাসির উদ্দিন চৌধুরী ও উপপ্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।