আগামীকাল (বৃহস্পতিবার) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। কুড়িগ্রাম জেলা শহরের পৌর এলাকার নাজিরা মুন্সিপাড়ায় এ ইজতেমার আয়োজন করেছে তাবলিগ জামাত। ইজতেমা সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন অয়োজকরা। আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
তাবলিগ জামাতের কুড়িগ্রাম জেলা সূরা কমিটির সদস্য এরশাদুল আলম চাঁদ জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। জেলা মার্কাজ মসজিদের তত্ত্বাবধায়নে এবারের ইজতেমায় দেশের বাইরে থেকে ৫টি জামাত অংশ নিচ্ছে। মালয়েশিয়া ও ভারত থেকে দুটি করে চারটি এবং শ্রীলঙ্কা থেকে একটি জামাত এতে পৌঁছেছে। এই পাঁচটি জামাতে ৫৫ জন বিদেশি সদস্য রয়েছেন। এছাড়াও কুড়িগ্রাম ও আশে পাশের জেলা থেকে তাবলিগ জামাতের লক্ষাধিক সদস্য ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী শনিবার দুপুরে যোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে।
আয়োজক কমিটি জানায়, ইজতেমায় ঢাকা থেকে আগত মাওলানা আশরাফ আলী, মাওলানা জিয়া বিন কাশেম এবং মুফতি শামসুদ্দিন সহ দেশবরেণ্য আলেমরা ধর্মীয় বক্তব্য ও নছিয়ত পেশ করবেন। এছাড়াও তাবলিগ জামাতের স্থানীয় আলেমগণ বক্তব্য পেশ করবেন।
সূরা কমিটির সদস্য এরশাদুল আলম চাঁদ বলেন, আমরা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সার্বিক নিরাপত্তার বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও ইজতেমার শান্তি শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন। ইসলামী বয়ানের পাশাপাশি ইজতেমায় দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব মানবতার শান্তির জন্য প্রার্থনা করা হবে।
জেলা শহরের খেজুরের তল ও টেক্সটাইল মোড় হয়ে মুসল্লিরা সহজেই ইজতেমা স্থলে পৌঁছাতে পারবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।