কুড়িগ্রামে ১টাকায় একবেলা আহারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।দিনব্যাপী এ আয়োজনে ৫০০ শো লোকের খাওয়ার আয়োজন করেছে সংগঠনটি।
বুধবার ২৬শে জানুয়ারি দুপুরে উপজেলার হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামে এক বেলা আহারের আয়োজন করা হয়েছে।
১টাকায় খাবার খেয়ে সত্তুর্ধ জরিনা বেওয়া বলেন,১টাকায় আজ মন ভরে খেতে পারলাম।আমার বয়সে এমন করে কখনো খেতে পারি নাই।ভাত মাছ মাংসসহ ১২ প্রকারের খাবার ছিল। খেয়ে খুব শান্তি পেলাম।
খেতে আসা রমিজুল ইসলাম বলেন,বিদানন্দ ফাউন্ডেশন আমাদের জন্য গত মাসে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করেছিল। আজ ১ টাকায় বিভিন্ন রকমের খাবারের স্বাদ পেলাম।বাইরে হোটেলে এগুলো খেতে ২৫০-৩০০ টাকা লাগতো।এখানে ১টাকায় খেতে পারলাম।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের হেড অফ কমিনিকেশন সালমান খান ইয়াসির বলেন,কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় হজরত আয়েশা(রাঃ)এতিমখানা নির্মান করা হয়েছে। এই এতিম খানায় শতাধিক মেয়েরা বিনামূল্যে থাকতে পারবে। বৈশিক মন্দায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে গরিব অসহায় পরিবার গুলো একটু যেন পুষ্টিযুক্ত খাবার খায়। এছাড়াও টাকা দিয়ে কিনে মানুষ যে আনন্দটা পায় সেটা ত্রাণ দিলে পায় না। সেজন্য স্বল্প মূল্যে তারা যেন কেনাকাটার আনন্দ উপলব্ধি করার পাশাপাশি ১টাকায় একবেলা আহারের ব্যবস্থা করা হলো।সপ্তাহে দুদিন একবেলা আহারের আয়োজন হবে বলে জানান তিনি।