সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে নানান জাতের প্রাণির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান।সভা সঞ্চালণা করেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদিপ দেব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন সহকারি কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরমান ভূঁইয়া ও গীতা পাঠ করেন প্রাণিসম্পদ অফিসের দীপক রঞ্জন দেব।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। পাশাপাশি মৎস্যও প্রাণিসম্পদ দিক থেকেও দেশ অনেক এগিয়ে গেছে। এটা সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে।