বানিয়াচংয়ে ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩জুন) বিকেলে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনা (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান।
অভিযান সুত্রে জানা যায়, উপজেলার রত্না ব্রিজ হতে শুটকি নদীর ব্রিজ পর্যন্ত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১৫টি রিং জাল ও মাছ ধরার ১২টি ছাই জব্দ করা হয়।
অভিযানের সময় এক জেলেকে ৫শত টাকা জরিমানার পাশাপাশি জব্দ করা সামগ্রী আগুণে পুড়ে নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। অভিযানে বানিয়াচং থানা পুলিশের একটি দল সহায়তা করেন।