কুড়িগ্রামের ভারতীয় সীমান্ত চোরা চালান,মাদক নিয়ন্ত্রণ ও দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় দ্রুত সমাধানের লক্ষ্যে দ্বি পাক্ষিক বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ (গোহাটি ফ্রন্টিয়ার) বাহিনী।
এ বৈঠকে বাংলাদেশের কুড়িগ্রাম বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রংপুর রিজিওনের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার মোঃ মোরশেদ আলম ও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ গোহাটি সেক্টর কমান্ডার দিনেশ কুমার ইয়াদব।
রবিবার ১৮ জুন বিকেলে সোনাহাট বিওপির বিপরীতে ভারতের অভ্যান্তরে সোনাহাট ল্যান্ড কাস্টমস স্টেশন এ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়,বর্ডার গার্ড বাংলাদেশ পশ্চিম রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন এবং আইজি, বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার এর মধ্যে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সৃষ্ট যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সেক্টর/ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত প্রকাশ করবেন বলে জানান।
রংপুর রিজিওনের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোরশেদ আলম বলেন,আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যে কোন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্য একমত হতে সৌজন্য বৈঠক করেছি। যা দুই দেশের সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।