বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর বানিয়াচং থানায় যোগদান ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮জুলাই) রাত ৯টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, অফিসার ইনচার্জ হিসেবে অজয় চন্দ্র দেব খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। আমার দেখা ভাল অফিসারদের তিনি একজন। নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে সঠিক ভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করবেন।
বিদায়ী ওসি অজয় চন্দ্র দেব বলেন, আমি চাকুরী জীবনে বানিয়াচংয়ে এক বছর ছিলাম। এখানের মানুষ খুবই হেল্পপুল। চাকুরী জীবনে যেখানেই থাকি বানিয়াচং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
নবাগত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, আমি এবং অজয় এক সাথে চাকুরীতে যোগদান করেছি। আমার জানা মতে সে একজন ভাল অফিসার। টিম লিডার হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এছাড়া বানিয়াচংয়ের আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে তিনি সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেন, বানিয়াচং থানার দরজা সব সময় সেবা প্রত্যাশীদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবে সভাপতি জীবন আহমেদ লিটন, বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সুজাতপুর পূলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম, বানিয়াচং থানার এসআই হারুন, এসআই জসিম উদ্দিন, এসআই সামছুল আরেফিন, এএসআই হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সুহেল, কনস্টেবল নিখিল দাস, মহিউদ্দিন প্রমুখ।
সংবর্ধনার একফাঁকে বানিয়াচং থানা পুলিশ,বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম-ওলামা ও সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর উদ্যোগে বিদায়ী ওসি অজয় চন্দ্র দেবকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,কান্ট্রিটুডে পত্রিকার বানিয়াচং প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলুসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।