আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোহরদী বেলাব (নরসিংদী-৪) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার গোতাশিয়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন শিল্পমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো.রেজাউল করিম এর নিকট মনোনয়নপত্র জমা দেন শিল্পমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি খাইরুল মজিদ মাহমুদ চন্দন, উপজেলা আ.লীগের সভাপতি মো.ফজলুল হক, সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীয় রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বজলুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ইশরাত জাহান তামান্না, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমাপ্রদান শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নাই। আওয়ামীলীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় মনোহরদী-বেলাব উপজেলায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে যা অন্য কোন সরকারের আমলে হয়নি। বেকারত্ব নিরসনে শিবপুরে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। এছাড়াও বেলাবতে আরেকটি বিসিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। তাই উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।