প্রভাবশালী ভুমি দস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে একটি কৃষক পরিবার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের ৪ ভাই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক আমিনুল ইসলাম ও তার ভাই এনামুল হক অভিযোগ করে বলেন, সদর উপজেলার পাঁছগাছী ইউনিয়নের আরাজি ভোগডাঙ্গা মৌজায় পৈত্রিক সুত্রে পাওয়া ২ একর ৭০ শতক জমি দীর্ঘ ৩৮ বছর ধরে ভোগ দখল করে আসিতেছি। কিন্তু গত এক বছর ধরে উক্ত জমি দখলে নিতে তাদের চাচা ভুমি অফিসের সাবেক পিয়ন আজিজুল হক ও চাচাতো ভাইয়েরা মিলে দখলে নিতে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। চাচা আজিজুল হকের এক ছেলে দলিল লেখক, এক ছেলে রেজিষ্ট্রি অফিসের পিয়ন হওয়ায় তারা নানা ভাবে হয়রানী ও ভয়ভীতি দেখিয়ে বসতভিটা উচ্ছেদ ও আবাদী জমি দখলে নেয়ার পায়তারা করে আসছে।
তারা আরও অভিযোগ করে বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-যাপন করছি। আমাদের লেখাপড়া না থাকায় এবং অর্থিক সংগতি কম হওয়ায় তাদের এসব হয়রানীতে কষ্টকর জীবন পাড় করছি। এ অবস্থায় আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভয়ভীতি ও হুমকী-ধুমকী থেকে মুক্তি চান তারা।