কুড়িগ্রাম জেলা সদর উপজেলার খান পাড়া গ্রামে একটি শীতলী পাট মন্দিরের মূর্তি ভাঙচুরে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ১৪ ই জানুয়ারী দিবাগত গভীর রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে এলাকাবাসী।
শুক্রবার সকালে মন্দিরে মূর্তি ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
শীতলপাট মন্দিরে পাশের বাসিন্দা শ্যামল রায় জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা তাঁদের বাড়ির এক পাশে থাকা শীতলপাট মন্দিরের আধা পাকা উন্মুক্ত ভবনের ভেতরে প্রবেশ করে ৮টি মূর্তি ভাঙচুর করে।
তিনি জানান, পরদিন সকাল ছয়টার দিকে বাড়ির কমলী রানী দাস নামের এক নারী প্রতিদিনের মন্দিরের লাইট বন্ধ করতে গিয়ে ঘটনাটি দেখে চিৎকার দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের ভেতরে থাকা ৮ টি মূর্তির সব কটি ভাঙা অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিক বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়।
মন্দির কমিটির সভাপতি শ্রী প্রদ্বীপ রায় জানান, প্রায় ২৫ বছর থেকে এ মন্দির পুজা অর্চনা করে আসছি।এখানে আজো অব্দি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু গতকালের এ ঘটনায় আমি মর্মাহত। জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি এ ঘটনার সাথে জড়িত দৃর্বৃত্তদের দ্রুত সনাক্ত করে বিচারের দাবী জানাচ্ছি।
খবর পেয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সদর থানা অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, মূর্তিপুজা ভাঙচুরের সাথে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।