মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।
শনিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে একটি কমিটি করে দিয়েছি। দুই মাসের মধ্যে তারা দালিলিক প্রমাণ দিবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেকে লিখেছে পত্রিকায় এটা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। কেউ কেউ বলেছে কমিটি করা হয়েছে। আমি চেষ্টা করেছি মিডিয়ায় বিষয়টা পরিষ্কার করতে। আমরা খেতাব বাতিল করি নাই, বাতিল করার জন্য সিদ্ধান্ত হয়েছিল।