শিল্পাঞ্চল-খ্যাত আশুলিয়ায় কয়েকটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাস মার্কেটের সঙ্গে লাগোয়া শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিক কলোনিগুলো পাশাপাশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে ৫০-৬০টি ঘর ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট অথবা রান্না করার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়।