কুড়িগ্রাম পৌর এলাকায় কৃষি জমি জোর পূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহলের মৎস্য চাষ প্রকল্প করার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার(২৪ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা সদরের ভেলাকোপা বাঁধের পাড় এলাকার ধানক্ষেতে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে ।
এসময় বক্তব্য রাখেন জমির পূর্ব মালিক আব্দুল বারেক,আবু বক্কর সিদ্দিক,হাফিজুর ড্রাইভার,গোলজার হোসেন,আকলিমা বেগম ও মালেকা বেওয়া প্রমুখ । এসময় মানববন্ধনে বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করে আসছি,পূর্ব পুরুষ ধরে । পূর্বে এ জমি আমাদের পূর্ব পুরুষদের নামে থাকলেও পরবর্তীতে বাঁধ তৈরীর সময় এটা সরকারি খাস জমিতে পরিণত হয়। স্থানীয় একটি মহল আবাদি জমি বেদখল করে মাছ চাষ করার প্রকল্প নিচ্ছে । আমরা আবাদি জমিতে চাষ করবো, মাছ চাষ করতে দেবো না ।
মানববন্ধনে অংশ নেয়া কৃষক মোঃ শহিদুল বলেন,আমরা এ জমিতে পূর্বপুরুষ ধরে চাষ-বাদ করছি,প্রয়োজনে রক্ত দেবো,জমিতে মৎস্য চাষ করতে দেবো না ।