ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী নতুন ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে ভারত থেকে রোববার ও বুধবার ছাড়ার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
জানা গেছে, পুরো ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেনটিতে তিন শ্রেণিতে ভ্রমণ করা যাবে। প্রতিটির জন্য আলাদা টিকিট মূল্য নির্ধারণ করা রয়েছে। ট্রেনটির সর্বোচ্চ শ্রেণি মিতালী। এতে যাত্রা করতে খরচ হবে জনপ্রতি তিন হাজার ৭৪০ টাকা। এসি সিটে ভ্রমণে জনপ্রতি খরচ হবে দুই হাজার ৮০৫ টাকা ও এসি চেয়ারে ভ্রমণ করতে জনপ্রতি খরচ হবে ১ হজার ৮৭০ টাকা.