বগুড়ার শেরপুরে চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
দগ্ধরা হলেন- মহিপুর কলোনি গ্রামের আনোয়ার হোসেন (৫৫) ও তার স্ত্রী হেলেনা বেগম (৪৮), ছেলে নুরুজ্জামান (৩১) ও প্রতিবেশী মোতাহার হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৬)।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন মহিপুর বাজার থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার কিনে বাড়িতে নিয়ে যান। এরপর চুলার সঙ্গে সিলিন্ডারের সংযোগ দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় পরিবারের তিন সদস্য ও প্রতিবেশী একজন দগ্ধ হন।’
বাড়ির মালিক আহত আনোয়ার হোসেন বলেন, ‘সম্ভবত সিলিন্ডারে লিকেজ থাকায় চুলার সঙ্গে যখন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেয়া হয় ঠিক তখনই এই বিস্ফোরণ ঘটে। এ সময় রান্নাঘরে আগুন লেগে যায়। পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারাও আগুনে ঝলসে যান।’
আহতদের অবস্থা ভালো থাকলেও শরীরের প্রায় ৩০ ভাগের বেশি পুড়ে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।