কুড়িগ্রামের রৌমারীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ জামালপুরের অভিযানে ৩৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মতিয়ার রহমান মোয়াজ্জেম (৬০) কে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জন্তিরকান্দা সালামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোয়াজ্জেম ৩নং বন্দবের ইউনিয়নের জন্তিরকান্দা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
এব্যাপারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৪ জামালপুরের এএসপি সবুজ রানা বলেন, মোয়াজ্জেম দীর্ঘদিন যাবৎ মাদক কারবারে জড়িত ছিল। তাকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
তিনি আরো বলেন, জামালপুর র্যাব-১৪ এর এসআই জাকির হোসেন বাদি হয়ে মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানায়, ইয়াবাসহ আটক মোয়াজ্জেমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আগামিকাল সকালে আসামিকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে