কুড়িগ্রামে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠন। সংগঠনটির কুড়িগ্রাম জেলা টিমের সহযোগিতায় সোমবার(১০ মে) বিকেলে জেলার চরের ও পথচারীদের মধ্যে ১০০ জন মানুষকে বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী ।
এছাড়াও ঈদ উপলক্ষে ছিন্নমূল মানুষ ও শিশুদের মাঝে নতুন জামা দেওয়া হবে এ সংগঠনের পক্ষ থেকে। কুড়িগ্রামসহ আরও ১০টি জেলায় এ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।সংগঠনটির উদ্যোগে গত পহেলা রমজান থেকে শুরু হয় এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম যা চলবে শেষ রমজান পর্যন্ত । প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার দুস্থ মানুষ পাচ্ছেন এই ইফতার সামগ্রী ।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, গত ৭ বছর ধরে টাঙ্গাইল ছাড়াও দেশের আরও ১১ জেলায় প্রায় ৫ শতাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে বিভিন্ন মানবিক কাজে অংশ নিয়ে আসছে এ সংগঠনটি। তারই ধারাবাহিকতায় নিজেরা রান্না করে টাঙ্গাইলের রাস্তায় ছিন্নমূল অসহায় ও দরিদ্র খুঁজে খুঁজে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১টি জেলায় প্রায় ৯ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা টিমের আহ্বায়ক সুজন মোহন্ত বলেন,”কুড়িগ্রাম জেলায় গত ৩ বছর ধরে সংগঠনটির উদ্যোগে আমরা চরের মানুষদের বন্যার সময় ত্রান সামগ্রী,সবজি বীজ,শীতের সময় কম্বল বিতরণসহ নানা কাজ করছি । এরই অংশ হিসেবে কুড়িগ্রামে আজ আমরা চরের কিছু মানুষ ও পথচারী রোজাদার ব্যক্তিদের ইফতারের খাবার হিসেবে ভুনা খিচুরী ও মুরগীর মাংশ বিতরণ করলাম ।
উল্লেখ্য,শিশুদের জন্য ফাউন্ডেশন গত ৭ বছর ধরে দেশের ১১টি জেলায় অসহায় মানুষদের দ্রারিদ্র বিমোচন,শিশুদের সহায়তা,শিশু সুরুক্ষা,বানভাসীদের ত্রান বিতরণ,শীর্তাতদরর কম্বল বিতরণ,স্বাবলম্বী প্রকল্পসহ নানা উন্নয়ন মূলক কাজ কনে যাচ্ছ।