পাবনার বেড়া উপজেলার ডাকবাংলো শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামের গেট এবং থানা ভবনের সামনে কানিজ ফাতেমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা। রবিবার (১৬ মে) ব্যানার হাতে সেনা সদস্য ঘাতক স্বামী রাকিবুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে নিহত ফাতেমার স্বজনরা জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আসামি যেন আইনের কোন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে না যায় সেজন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে এর সঠিক বিচারের দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর প্যানেল মেয়র শামসুল হক খান। জাহাঙ্গীর আলম মন্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়া উপজেলা আওয়ামিলীগ। ডাঃ আব্দুল হালিম, বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
কানিজ ফাতেমার বাবা আব্দুল কাদের বলেন, রাকিবুল আমার মেয়েকে প্রতিনিয়ত নির্যাতন মারধর করতো। গত বৃহস্পতিবার (১৩ মে) মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায় এবং সেই রাতেই হত্যা করে। আমি আমার মেয়ে হত্যার সঠিক বিচার দাবি করছি। প্যানেল মেয়র শামসুল হক খান বলেন, কানিজ ফাতেমা হত্যার বিষয়টি হৃদয় বিদারক। আর যেন কোন ফাতেমার এমন মৃত্যু না হয় সেজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।