প্রথম অালোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে কুড়িগ্রামে তৃতীয় দিনেও মানববন্ধন
করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে ও একই সময়ে চিলমারীতে প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ মোড়ে ঘন্টাব্যাপী
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রৌমারীতে মানববন্ধনে বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক এসএম হুমায়ুন কবির, এসএম মোমেন, ইয়াছির আরাফাত নাহিদ প্রমুখ।
রৌমারীর মানববন্ধনে রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং তাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান তিনি। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।
মানববন্ধনে রৌমারী প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।
অন্যদিকে চিলমারীর মানববন্ধনে বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি অধ্যাপক ফজলুল হক, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক আলমগীর হোসাইন, হুমাযুন কবীর, সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
মানববন্ধনে চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস, এম নুরুল আমিন সরকার বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী করেন তিনি।