বানিয়াচংয়ে ১১নং মক্রপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে সালিশ বিচারে সংঘর্ষে গোলাপজান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। তিনি ওই গ্রামের রমিজ আলীর স্ত্রী।
বুধবার (২৬ মে) সকাল ১০টায় উঠোন বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মোহাম্মদ আলী ও কাদির মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এবিষয়টি নিস্পত্তির লক্ষে বুধবার সালিশ বৈঠক বসে।
এতে করে সালিশ বিচার চলাকালীন সময়ে উভয় পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এতে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে মোহাম্মদ আলীর মা গোলাপজান বিবি প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আরও ১২জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।