কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “বিবেক ২১” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে শতাধিক বৃক্ষ রোপনের কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৩ জুন ২০২১ ) সদর উপজেলার কাঁচিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঠাল, মেহগনি, জলপাই ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
দিনব্যাপি এ কর্মসূচিতে সদর উপজেলার কাঁচিচরের ২২ টি মসজিদ, ২ টি মন্দির, ৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি উচ্চ বিদ্যালয় ও ৬ টি মাদ্রসায় শতাধিক আম, কাঠাল, মেহগনি, জলপাই ও কৃষ্ণচূড়া গাছ রোপন করা হয়।
এ বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁচিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাতকড়ি রায় নীলু (বাবু), কাঁচিচর বি এ জি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নূর ইসলাম, জনাব বিমল চন্দ্র (শিক্ষক) ও অন্যান্য সহকারী শিক্ষক , সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন “বিবেক ২১” সংগঠনের সদস্য ববিতা খাতুন, সাঈদ হাসান, জাহিদ, আলম বাদশা, জুলফিকার, ফজলুল করিম বায়েজিদ প্রমুখ।
বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা গুরুত্ব তুলে ধরা হয় জনসাধারণের মাঝে।
সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই বৃক্ষরোপন কর্মসূচী পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সবাইকে বাড়ির উঠানে ও ফাঁকা জায়গায় বেশি বেশি করে ফলজ ও ঔষধি গাছ রোপনের ব্যাপারে উদ্ভুদ্ধ করা হয়।
উল্লেখ্য যে, গত ১৬ ই মে ২০২১ ইং রোজ রবিবার কাঁচিচরের প্রাক্তন শিক্ষার্থীরা “বিবেক ২১” নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।