হবিগঞ্জের মাধবপুর উপজেলার গবাদিপশুর ঘর নির্মাণের জন্য ১৪৭ জনের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ৩০/৬/২০২১ইং দুপুরে নোয়াপাড়া চা বাগানে আনুষ্ঠানিক ভাবে এ উপকরণ গুলো বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ উপকরন বিতরন করা হয়েছে এর আগে এ প্রকল্পের আওতায় তাদেরকে বিনামূল্যে উন্নত জাতের বকনা গরু গো-খাদ্য ও প্রশিক্ষণ দেন প্রাণিসম্পদ বিভাগ।
উপকরন বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো: জাবেদ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ডা.মোহাম্মদ মিলন মিয়া,মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো.মাজহারুল ইসলাম,ডাঃ ইমরান হোসেন রুবেল,উপ প্রানী সম্প্রসারণ কর্মকর্তা ফরিদ মিয়া যীশু সাহা হাবিবুর রহমান বিলাল চকদার প্রমূখ।