হবিগঞ্জোর মাধবপুর উপজেলায় লকডাউনে দুগ্ধ খামারীদের মাথায় হাত বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাব পড়তে শুরু করেছে মাধবপুর উপজেলায় দেশের শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত মাধবপুরে এবার গরু খামারিদের মাথায় হাতপড়েছে হোটেল-রেস্তোরাঁ বন্ধ ও বড় দুধের কোম্পানিগুলোর উদাসীনতায় ফলে বন্ধ হতে বসেছে
অসংখ্য গরু খামার দুধ বিক্রি করতে না পারায় কম দামে গরু বিক্রি ও খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন খামারিরা কেন না দুধ বিক্রি করে গরুর খাদ্য দামও উঠছে না তাদের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বহু বছর ধরে পিউর এন্ড অর্গানিক ডেইরি ফার্ম নামের ব্যবসা করছে
ন মো. মোত্তাকিন চৌধুরী তিনি জানান, তার নিজস্ব ৬ বিঘার জমির উপর গরুর খামার রয়েছে এই খামারে তার গরুর সংখ্যা ২০০টি উপজেলার আন্দিউড়া এলাকায় নিজের জমিতে ৪০টি গাভী রয়েছে। তিনি গড়ে প্রতিদিন ৪০০ লিটার দুধ উৎপাদন করেন কিছুদিন আগে খামারের উৎপাদিন দুধ সম্পূর্ণ বিক্রি হয়ে যেত যা হবিগঞ্জ জেলার বিভিন্ন মিষ্টির দোকান, চায়ের দোকান ও অন্যান্য কোম্পানিতে সরবরাহ করা হতো কিন্তু বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে আমার খামার থেকে প্রতিদিন ২০০ থেকে ২৫০ কে…