কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে ফরকের হাট বাজারে চলমান লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে বাজারের স্কুল গেটের সামনে চায়ের দোকানে সরকারী আইন না মেনে জনসমাগম তৈরে করেন এক চা বিক্রেতা। জনসমাগম নিয়ন্ত্রণে রাজারহাট উপজেলার নিবার্হী মাজিস্ট্রেট (ভুমি) এসিল্যান্ড মোছাঃ আকলিমা বেগম দোকানটি সরানোর নির্দেশ দেন।
এরই জের ধরে বুধবার (৭ জুলাই) বিকেলে ওই বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু এসিল্যান্ডের কাজে বাঁধা দেন এবং পরিবেশ উত্তেজিত করে এসিল্যান্ড ও পুলিশের উপর চড়াও হন। পরে এসিল্যান্ডের মোবাইল দিয়ে তার স্টাফ ভিডিও করার সময় মোবাইলটি ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কিছু দিন আগে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গায় ওই সভাপতির করা অবৈধ স্থাপনা এসিল্যান্ড উচ্ছেদ করে দেয়, এরই জের ধরে এরকম করেছেন বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।