কোভিড-১৯ থেকে জনসাধারণকে নিরাপদ রাখতে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে এসেছে সিনোফার্মার ভ্যাকসিন। সোমবার (১২ জুলাই) বেলা ২টায় ৩ হাজার ৯টি ভ্যাকসিন গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, এমটিইপিআই জুবায়ের খান, প্রধান অফিস সহকারি গোবিন্দ লাল দাস ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান।
জানা যায়, ইতিমধ্যে যারা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন এবং ম্যাসেজ এসেছে তাদেরকে আগামীকাল মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেয়া শুরু হবে। নিবন্ধন করার পর পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে
এ ব্যাপারে ইউএইচও ডা. শামীমা আক্তার জানান, সরকার চাচ্ছে ৮০% ব্যক্তিকে ভ্যাকসিনের আওতায় আনতে। এ ক্ষেত্রে জনসাধারণ বেশ আগ্রহী ভ্যাকসিন গ্রহণ করতে। সেটা নিবন্ধনের আওতায় এনে ভ্যাকসিন দেয়া হবে।