কুড়িগ্রাম সদর উপজেলায় ঈদের আগের রাতে প্রায় অর্ধশত দুঃস্থ ও হত দরিদ্র পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে “মানবতার চোখ” নামের একটি সামাজিক সংগঠন।
মঙ্গলবার (২০ জুলাই) রাতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনটি করোনা কালীন কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যন্ত চর-অঞ্চলের হতদরিদ্র মানুষের পাশে অর্থিক সেবে প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান সংগঠনের সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান।
জানা গেছে, নব্য প্রতিষ্ঠিত সংগঠনটি এরই মধ্যে কুড়িগ্রামের গ্রামের প্রান্তিক মানুষদের করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে ও হাটে বাজারে ঘুরে সচেতন করার চেষ্টা করছে এবং সদস্যদের নিজ অর্থায়নে মাস্ক ও সাবান বিতরণ করেছে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মিন্টু বলেন, আমরা আজ কুড়িগ্রাম সদর উপজেলার পাচগাছী ইউনিয়নের কিছু দরিদ্র পরিবারকে চাল, তেল, ডাল, আলু, পোটল ও মশলা দিয়েছি। যাতে তারা অন্তত ঈদের দিন বিভিন্ন বাড়ি থেকে কোরবানির মাংস সংগ্রহ করে রান্না করে খেতে পারে।
সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, আমরা করোনা কালে আমাদের স্বল্প অর্থায়নে যতটুকু পারছি করছি এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ ধারাবাহিক নিবো বলে আশাবাদী।
সংগঠনের সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আমাদের কুড়িগ্রাম জেলের ইউনিয়ন পর্যায়ে এমন-ও অসংখ্য পরিবার রয়েছে যারা শুধুমাত্র বছরে দুই ঈদের মাংস খেতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই হতদরিদ্র পরিবারগুলো শহরের বিভিন্ন বাড়ি ঘুরে কোরবানির মাংস সংগ্রহ করে ঠিকই কিন্তু অর্থের অভাবে মাংস রান্নার সামগ্রী ক্রয় করতে পারে না। তাই এবার আমরা এরকম বেশ কিছু পরিবার চিহ্নিত করে “মানবতার চোখ” সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে এমন আয়োজন করেছি।