কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে|
আজ ১৮ই অক্টোবর সোমবার দুপুর ০১ টার সময় কুড়িগ্রাম জেলা পাঠাগারে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মমিনুর রহমান মমিন, কুড়িগ্রাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান সহ কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সম্পাদক মো: সাদ্দাম হোসেন বলেন- দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম।রাসেল ভাই যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম, যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত। বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অবিচল রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জীবন দিতে প্রস্তুত থাকবে ছাত্রলীগ।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাজু আহমেদ বলেন,শেখ রাসেলের মধ্যে স্বপ্নের পাপড়ি গাঁথা ছিল। সেই স্বপ্নকে ঘাতকরা শেষ করে দিয়েছে। শেখ রাসেলকে আমরা ধারণ করেছি আমাদের অন্তরে। শেখ রাসেল বেঁচে থাকবে চিরকাল।
তিনি আরো বলেন,-রাসেল বেঁচে থাকলে আমরা এমন একজন নেতা পেতাম যে আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তোলতে পারতেন। তার মধ্যে নানা রকম স্বপ্ন ছিল। আমাদের দেশের হায়েনারা সেটা ধ্বংস করে দিয়েছে।