কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে আনারুল শেখ (২২) নামের এক ভারতীয় যুবককে আটক করে স্থানীয়রা। পরে ওই ভারতীয়কে বিজিবির কাছে হস্তান্তর করে এলাকাবাসী। বিজিবি বাদী হয়ে ওই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
আটক ওই ভারতীয় যুবক ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শেউটি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ দিয়ে গত সোমবার (৩ জানুয়ারি) রাতে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশী আজোটারী এলাকার মৃত অবিনাশ চন্দ্র রায়ের ছেলে হরেকৃষ্ণ লালটুকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার সময় লালাটুর চিৎকার শুনে স্থানীয় জনতা তাকে আটক করে কাশিপুর বিজিবির কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান ,আটক ভারতীয় যুবকের বিরুদ্ধে অনুপ্রবেশ আইন ও দন্ডবিধি ৩২৪ ধারায় মামলা দিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।